সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিএনপির সমাবেশ ঘিরে খুলনার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ | চ্যানেল খুলনা

বিএনপির সমাবেশ ঘিরে খুলনার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে সারাদেশের সঙ্গে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার ১৮টি রুটে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভাগীয় ১৮টি রুট দিয়ে খুলনায় কোনো পরিবহন প্রবেশ করবে না, বাহিরও হবে না। তবে এটি ধর্মঘট নয়। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে। এ জন্য ২৪ ঘণ্টায় কোনো পরিবহন চলাচল করবে না। বুধবার বাস মালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। পরিবহন বন্ধ রাখা মানে মহাসমাবেশ হবে না; এটি ভাবার অবকাশ নেই। সব ধরনের পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। নির্বিঘ্নে মহাসমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বেলা আড়াইটায় মহাসমাবেশ ডেকেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম)। মহাসমাবেশে বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

এরই মধ্যে খুলনায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের আটকের অভিযোগ তুলেছে দলটি। এ পর্যন্ত বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

পুকুরে গোসলে নেমে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

২২ মে পর কার্ড, ব্লুবুক, ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক অবৈধ

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া উপজেলার হাট বাজারে ভেজাল চালে সয়লাব

দক্ষিণ জনপদের দক্ষ রাজনীতিক ও সাংবাদিক ছিলেন সৈয়দ ঈসা: মন্টু

খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।