সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চুকনগরে ৩৬ বছরেও সংস্কার হয়নি পশ্চিমপাড়ার রাস্তা | চ্যানেল খুলনা

চুকনগরে ৩৬ বছরেও সংস্কার হয়নি পশ্চিমপাড়ার রাস্তা

চুকনগরে পশ্চিমপাড়ার রাস্তাটি দীর্ঘ ৩৬বছর ধরে সংস্কার না হওয়ায় মানুষের চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে একাধিক স্থান হতে রাস্তাটির ইটের সোলিং উঠে গিয়েছে। আবার অনেক জায়গা থেকে ইটসহ রাস্তার অংশ দুইপাশে ভেঙ্গে পড়েছে। এদিকে সরকারি রাস্তার জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করে বসে আছে একাধিক ব্যক্তি। এই সব কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে চলাচল করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর পশ্চিমপাড়ায় যাওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীনের বাড়ি হতে দলিত হাসপাতাল অভিমুখী আব্দুর রাজ্জাক মোড়লের দোকান পর্যন্ত রাস্তাটির উপর ১৯৮৪ সালে ইটের সোলিং দেয়া হয়। সে সময় ওই গ্রামের মৃত জিন্দার আলী শেখ, মৃত আক্কাজ মোড়ল, মৃত গহর মোড়ল, মৃত শরিতুল্ল্যাহ গাজী, মৃত মফেজ মোড়ল, মৃত সামছুর রহমান মোড়ল মিলে তৎকালীন জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে সে সময়ের বিমান ও পর্যটন মন্ত্রী এএইচ এম আব্দুল গফফারের কাছে যান। তখন মন্ত্রী ওই ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে রাস্তাটি ইটের সোলিং করে দেন। সেই থেকে অদ্যবধি কেউ রাস্তাটি মেরামত বা সংস্কার করেনি। এ কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে মানুষ চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

এদিকে এলাকার একাধিক ব্যক্তি রাস্তার দুই পাশ দিয়ে সরকারি জমি দখল করে কাঁচা ও পাঁকা ভবন তৈরি করে বসে আসেন। এলাকাবাসীর দাবি সরকারি জমি উদ্ধারপূর্বক রাস্তাটি সংস্কার করে না দিলে মানুষের রাস্তা চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়বে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় ভৈরব নদ থেকে উদ্ধার লাশ চরমপন্থী সদস্য ‘ঘাউড়া রাজীবের’

কপোতাক্ষ নদীতে পড়ে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

এক বছরে খুলনার নদী-খাল থেকে উদ্ধার ৪৮ লাশ, ১৪টি হত্যা মামলা

জোড়াগেটের ৬ নম্বর ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩ পর্যটক উদ্ধার, আটক ৬

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।