সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
কয়রায় উপজেলা আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত | চ্যানেল খুলনা

কয়রায় উপজেলা আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কয়রা প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস অমর হোক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কয়রায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ৭ টায় আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, মুক্তিযোদ্দা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ,  কোষাধাক্য মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী,সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আ’লীগ নেতা জিয়াদ আলী গাজী, দেবদাস রায়, খায়রুল আলম, সমরেস মন্ডল, আছের আলী,মুক্তিযোদ্দা হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, আল আমিন খোকন, শ্রমীক লীগ সভাপতি আঃ হালিম, ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম সজিব, রবিউল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক, আমিনুল ইসলাম বাদল, তরিকুল ইসলাম সাগরসহ প্রমুখ এসময় বক্তারা বলেন, বিজয় সুনিশ্চিত জেনে পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশ বরেন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশ যেন কোন দিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।যে উদ্দেশ্যে পাকিস্তানিরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে ভেবেছিল বাংলাদেশ কোন দিন মাথা তুলে দাড়াতে পারবে না।তাদের সেই উদ্যেশ্য সফল হয়নি। শহীদ বুিদ্ধজীবীদের রেখে যাওয়া পথেই বঙ্গবন্ধুর কন্যা মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা মাওঃ মাকসুদুর রহমান।
অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে বঙ্গবন্ধুর মুরালে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা আওয়ামীলীগ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে পরিষদের হলরুমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইন বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বন্ধকৃত পাটকলসহ সকল মিল-কলকারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি

কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক ড. হযরত আলী

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ : মূল অভিযুক্ত গ্রেপ্তার

খুলনায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেপ্তার

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।