সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় নিখোঁজের ১২ ঘন্টা পর ধানক্ষেতে শিশু হৃদয়ের লাশ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় নিখোঁজের ১২ ঘন্টা পর ধানক্ষেতে শিশু হৃদয়ের লাশ

নিখোঁজের ১২ ঘন্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে ৯ বছরের শিশু হৃদয় মন্ডলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে প্রাথমিকভাবে তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদয় মন্ডল(৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝিরকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ও একই গ্রামের ভ্যানচালক বিকাশ মন্ডলের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকালে শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি এসে বইপত্র রেখে খেলার উদ্দেশ্যে মাঠে বেরিয়ে যায়। এরপর থেকে রাতভর সে ছিল নিখোঁজ। শুক্রবার ভোরে তার ভাসমান লাশ পাশ্ববর্তী ধানক্ষেতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, খেলা নিয়ে হৃদয় মন্ডল ও একুই এলাকার পঞ্চম শ্রেনীর ছাত্র মাসুদের সাথে মারামারির ঘটনা ঘটে। এরই জের হিসাবে মাসুদের পরিবারের লোকজন শিশুটিকে হত্যা করেছে বলে তাদের অভিযোগ।
ঘটনাস্থল পরিদর্শনকালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাউদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একই পরিবারের ইসমাইল হোসেন ও তার স্ত্রী মাফিয়া বেগম, ছেলে মামুনুর রশীদ ও ছেলে মাসুদুর রহমান সহ ৪ জন এবং প্রতিবেশী আলমগীর হোসেন ও আলামিন সহ ৬ জনকে আটক করা হয়েছে। তিনি জানান, অচিরেই এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় চার দফা দাবিতে অনির্দিষ্টকালের গণছুটি

তালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রেফতার!

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।