সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় এক ঘন্টার বৃষ্টিতে দুই ফিট পানি | চ্যানেল খুলনা

খুলনায় এক ঘন্টার বৃষ্টিতে দুই ফিট পানি

বিএইচ সজল:: সামান্য বৃষ্টিতে হাঁটুপানি বিষটি এখন খুলনাবাসীর নিত্যদিনের সঙ্গী। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার ঘন্টাখানেকের সামান্য বৃষ্টিতে তলিয়ে গিয়েছে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক ও কয়েকটি এলাকা। ফলে চরম দূর্ভোগে পড়েছে পথচারী ও এলাকাবাসীরা। পাশাপাশি যান চলাচলে চরম ভোগান্তি লক্ষণীয়। নিচু রাস্তা ও পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় কিছুদিন পরপর ভোগান্তিতে পড়েন খুলনার মানুষ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো এখন দুই ফিট গভীরতার খালে পরিণত হয়েছে। এছাড়া অলি-গলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিপনী বিতানের সামনে জমে থাকছে পানি। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে কেসিসি’র বিভিন্ন পদক্ষেপ থাকলেও নেই বাস্তবায়ন। ফলে জনদুর্ভোগের নগরবাসী।
এই সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর কেডিএ এভিনিউ রোড, লোয়ার যশোর রোড, ডাকবাংলা মোড়, পিটিআই মোড়, রয়েল মোড়, শান্তিধাম মোড়, ফুল মার্কেট, টুটপাড়া, নতুন বাজার, জোড়াগেট, খালিশপুর বাস্তহারা, বয়রা এলাকা, মুজগুন্নী, হাউজিং বাজার, নতুন কলোনী, দৌলতপুরসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ময়লা-আবর্জনা, বড় বড় খাল ভরাট ও অবৈধভাবে দখলসহ নানা কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

নগরীর ময়লাপোতা সোলাইমান নগরের বাসিন্দা মো: আলাউদ্দিন বলেন, তীব্র তাপমাত্রায় অতিষ্ঠ নগরবাসী বৃষ্টি মধ্য দিয়ে স্বস্তি খুজে পেল। তবে স্বস্তির মাঝেও সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। সামনে পবিত্র ঈদুল আজহা ও বর্ষা মৌসুম এখনই জলাবদ্ধতা নিরসনে কেসিসি’র স্থায়ী পদক্ষেপ নিতে হবে। তা না হলে সামনে আরও ভারী বর্ষণে আটকে পড়বে দৈনন্দিন জীবন যাত্রা। সৃষ্টি হবে স্থায়ী জলাবদ্ধতা।

গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন বলেন, জলাবদ্ধতা খুলনাবাসীর দীর্ঘদিনের সমস্যা। মূলতঃ সিটি কর্পোরেশন ও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা দীর্ঘদিন যাবৎ বলে আসছে আমরা জলাবদ্ধতা নিরসন করবো, ২২ খাল উদ্ধার করবো, অন্যান্য সমস্যার সমাধান করবো। কিন্তু বিষয়গুলো শুধু কাগজে কলমে হচ্ছে কার্যকারী কোন পদক্ষেপ আমরা এখনও পর্যন্ত দেখি নাই। খুলনা শহর থেকে পানি নিরসনের প্রধান জায়গাগুলো পরিস্কার করে দিলে কোন জলাবদ্ধতা থাকবে না। সামান্য কিছু অসাধু ব্যক্তির জন্য ১৬ লাখ নগরবাসী কষ্ট পাবে এটা কারো কার্ম হতে পারে না। অতি দ্রুত এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, খুলনা মহানগরীর ময়ূর নদ ও সংযুক্ত ২২টি খালের প্রায় ১৪ হাজার বর্গমিটার জায়গা বেদখল হয়ে গেছে। এর মধ্যে ময়ূর নদের বেদখল হওয়া জমির পরিমাপ ১০৭৫ বর্গমিটার। নদের আয়তন কমেছে চার দশমিক ১৭ শতাংশ। অবৈধ দখলের কারণে খালগুলো সংকীর্ণ হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ফলে প্রতি বর্ষা মৌসুমে নগরীর বড় অংশজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
কেসিসি’র সূত্রে জানা যায়, মহানগরী এলাকার ২২টি খালের মধ্যে সাহেবখালী খাল, বাটকেমারী খাল, ছড়িছড়া খাল, ময়ূর নদ, মন্দার খাল, হরিণটানা খাল, তালতলা খাল, তমিজ উদ্দিন খাল, মতিয়াখালী খাল, খুদে খাল, নারকেলবাড়িয়া খাল, ছোট বয়রা শ্মশানঘাট খাল ও মজুমদারের খাল ৮০ থেকে ৯০ শতাংশ অবৈধভাবে দখল হয়ে আছে। এর মধ্যে সাহেবখালী খালের ওপর রূপসায় সিটি করপোরেশন মার্কেট তৈরি করেছে; আছে ২৮ নম্বর ওয়ার্ড কার্যালয়, লবণচরা খালের ওপর তৈরি হয়েছে ৩১ নম্বর ওয়ার্ড কার্যালয়। নবীনগর খালের ওপর তৈরি হয়েছে ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল এবং ২৮ নম্বর ওয়ার্ডের একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। পিটিআই মোড়ে তৈরি হয়েছে ওয়ার্ড কার্যালয়। এর ফলে ২৩, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের পানি নিষ্কাশিত হয় না। রেলওয়ে এলাকায় যে খালটি ছিল তার ওপর এখন হলুদ-মরিচের আড়ত। নগরীর পশ্চিম দিক বরাবর ১২ কিলোমিটার দীর্ঘ ময়ূর নদের আড়ংঘাটা থেকে গল্লামারী পর্যন্ত অংশ দখল ও দূষণে একেবারে মৃতপ্রায়। ময়ূর নদের উত্তর প্রান্ত আড়ংঘাটা হয়ে বিল ডাকাতিয়ার মধ্যে গিয়ে মিশেছে। আশপাশে দখলের কারণে পানি কমে আড়ংঘাটার তিন ভেন্ট (কপাট) এলাকায় জমেছে কচুরিপানা, ফলে ভালো পানি পায় না এবং প্রশস্ততা খুবই কম। সেখান থেকে ভাটিতে গল্লামারীর দিকে যেতে তিন কিলোমিটারের বেশি পথে দুই দিকেই স্থানীয়রা দখলে নিয়ে নানা স্থাপনা গড়ে তুলেছে। সোনাডাঙ্গা বাস টার্মিনালের পশ্চিমে তৈরি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কারণে একটি খালের মুখ বন্ধ হয়ে আছে। পানি প্রবাহ কমে যাওয়ায় আলুতলা বাঁধ দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ কমে গেছে।
২০০৮-১৩ সালে মেয়র থাকা কালে তালুকদার আব্দুল খালেক নগরীর ২২টি খাল পুনরুদ্ধার করার উদ্যোগ নেন। কিছুদিন পর বিভিন্ন জটিলতায় বন্ধ হয়ে যায় উদ্ধার অভিযান। ২০১৩ সালে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পরাজিত হন। দখলদাররা আরো বেপরোয়া হয়ে কেসিসির খাল-নালার ওপর একের পর এক স্থাপনা গড়ে তোলে। ২০১৮ সালের মে মাসে কেসিসি নির্বাচনে প্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে খাল উদ্ধারের প্রতিশ্রুতি দেন। গত বছরের ৫ ফেব্রুয়ারি কেসিসি ও জেলা প্রশাসন একত্রে পুনরায় নগরীর জলাবদ্ধতা নিরসনে ২২টি খাল পুনরুদ্ধার করার উদ্যোগ নেন। যার কার্যক্রম এখনও চলছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।