সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনুমতি ছাড়াই স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ | চ্যানেল খুলনা

অনুমতি ছাড়াই স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনার ডুমুরিয়া উপজেলার লতা খামারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দুইটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি নিহার রঞ্জন সরকার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না মেনেই গত বুধবার বিদ্যালয়ের দুইটি গাছ কেটে বিক্রি করে করেছেন। এমনটাই অভিযোগ করছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আনুযায়ী স্কুলের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বন বিভাগের কাছে লিখিত আবেদন করতে হয়। সংশ্লিষ্ট বিভাগ অনুমোদন দিলেই শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা যাবে। কিন্তু এই ধরনের প্রক্রিয়া ছাড়াই গাছ কেটে বিক্রি করেছেন অভিযুক্তরা। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার মল্লিক গাছ কাটার কথা স্বীকার করে বলেন, এলজিইডি থেকে একজন ইঞ্জিনিয়ার আসছিলো তিনি বলেছেন আপনারা গাছ কেটে রাখেন আমি পরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। গাছ কেউ কেনেনি স্কুলেই রাখা আছে।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নিহার রঞ্জন সরকার স্কুলের গাছ কাটার কথা স্বীকার করে বলেন, আমাদের এখানে প্রাইমারি ও প্রাথমিক স্কুল একই জায়গায়। এই দুই স্কুলের সীমানায় নতুন ভবন নির্মাণ হবে। নতুন ভবন তৈরি করার জন্য গত সপ্তাহে ডুমুরিয়া উপজেলা এলজিইডি’র ইঞ্জিনিয়ার আসছিলো এবং সে বলে গেছে আপনারা এই গাছ দুটি কেটে লক করে রেখে দিন। আমরা পরে এসে টেন্ডার এর মাধ্যমে গাছ বিক্রি করে স্কুলে দিয়ে দিবো। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বিষয়ে তিনি বলেন, কোন অনুমতি নেওয়া হয় নাই।

এই বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আতাউল গনি মিন্টু বলেন, আমরা গত সপ্তাহে ঐ স্কুলে গিয়েছিলাম, আমরা স্কুল কমিটিকে বলেছি নতুন ভবন নির্মান করার জন্য আপনারা আমাদের এই জায়গা বুঝিয়ে দিবেন। এখানে গাছপালা যা আছে আপনাদের প্রক্রিয়ায় সরিয়ে আমাদের খালি জায়গা বুঝিয়ে দিবেন।
এই বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম বলেন, আমি লতা খামারবাটি প্রাথমিক বিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ পেয়েছি। সেকেন্ড হাফ এ জমা হওয়ার কারনে দেখার সুযোগ হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবো। আর গাছ কাটার বিষয়ে আগাম অনুমতি নিয়েছে কিনা আমার জানা নাই। খোজ নিয়ে পরে জানাতে পারবো।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ার চিংড়ি ঘেরে বিষ, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই : আলি আসগর লবি

খুলনায় স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক

খুলনার ৪টি কলেজে পাস করেনি কেউই

খুলনায় ঘরে ঢুকে যুবকের মাথায় দুর্বৃত্তদের গুলি

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।