সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রভাতফেরী, আলোচনা
সভা, ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মর্শিদা পারভীন পাঁপড়ী,তালা সরকারী কলেজের অধ্যক্ষ মনি মোহন মন্ডল,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,তালা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, সাস পরিচালক শেখ ইমান আলী, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, জেএসডি’র নেতা মির জিল্লুর হেমান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েদ আকবর প্রমুখ। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সহযোগী মুক্তিযোদ্ধা তালা উপজেলা শাখা, থানা প্রশাসন, আনসার ভিডিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি,মুক্তিযোদ্ধা লীগ,তালা প্রেসক্লাব, স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি সংস্থা উত্তরণ, তালা স্বাস্থ্য কমপ্লেক্স,মহিলা কলেজ,মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থা,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি তালা উপজেলা শাখার সুনাম কমিটি,সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা একুশের প্রথম প্রহর রাতে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন । এছাড়া দক্ষিণ বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে, যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি তালা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মিঠুন কুমার হালদার উদ্যোগে প্রভাতফেরী বের হয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাত ফেরিতে হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন বয়সের শিশু ও নারী-পুরুষরা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনিতে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উৎযাপন

তালায় চুক্তি ভঙ্গের অভিযোগে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।