সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী | চ্যানেল খুলনা

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

সিলেট-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে পুলিশ যেতে পারবে না। যাকে ধরতে যাবে, তার অপরাধের প্রমাণপত্র ছাড়া গ্রেপ্তারের অনুমতি পাবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেটের গোলাপগঞ্জে তার নির্বাচনী এলাকায় এক জনসভায় ভোটারদের এ আশ্বাস দেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, ‘সিলেটের মানুষের আত্মসম্মানবোধ আছে। কারও বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন তখন কিছু থানার দালালরা দারোগাকে ব্যবহার করে পুলিশকে পাঠায় ও মামলার নামে বাণিজ্য করে। আমি যদি নির্বাচিত হই, তাহলে এই দুই উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞাসা না করে কারও বাড়িতে যেতে পারবে না। তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে। যার বাড়িতে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এই প্রমাণ না দিয়ে কোনো দারোগা কারও বাড়িতে যাবে না– আমি ফাইনাল কথা বলে দিলাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে বাড়িতে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর তা না হলে টাকা নিয়ে বাড়ি যেতে পারবেন না। এমনকি সামনের দিনে মাছের বাজার করে মাছ নিয়েও বাড়ি যেতে পারবেন না।’

এই জামায়াত প্রার্থী আরও বলেন, আমাদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। কী রাজনীতি চলছে, এমন রাজনীতিকে ধিক্কার জানাই। কেউ বাড়ি বানাতে চাইলে চাঁদা দিতে হবে, কেন দোকান তৈরি করছ, তোমাকে চাঁদা দিতে হবে। কেউ পেট্রোল পাম্প দিয়েছে, তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাবে– এই সুযোগ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে আর পাবেন না।’

তিনি বলেন, ‘এমন কোনো অন্যায়, কেউ যদি কোনো নিরপরাধ কারও ওপর হাত তোলে, সেটা হবে আমার গায়ে হাত তোলা। এমন অপরাধ দেখলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

গোপালগঞ্জে যুবক গ্রেপ্তার, এলাকায় ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

স্ত্রী-সন্তানের দাফনের পর জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

সামনে আগাব, নাকি পেছনে যাব-এই নির্বাচনেই তার ফয়সালা: সারজিস আলম

রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, রশিতে বেঁধে থানায় সোপর্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।