
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্যের জেরে বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখা থেকেও বহিষ্কৃত হয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা মো. শামীম আহসান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কবির ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। সেখানে তিনি ডাকসু সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও বেফাঁস মন্তব্য করেন, যা শিক্ষকতার নৈতিকতা ও আদর্শের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তার ওই বক্তব্যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত হয়েছেন। বিষয়টি শিক্ষক সমাজের জন্যও লজ্জাজনক ও গ্রহণযোগ্য নয়। এসব বিবেচনায় শিক্ষক সমিতির আয়োজিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


