
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ রেজওয়ানুল হকের অকাল ও আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
উল্লেখ্য, মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মোঃ রেজওয়ানুল হক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিয়মিত শিক্ষার্থী ছিলেন (রোল নং: ২১২৭০৫১)। মরহুমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, “একজন মেধাবী ও প্রাণোচ্ছল শিক্ষার্থীর অকাল প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে কুয়েট পরিবার তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।” মোঃ রেজওয়ানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) কুয়েটের সকল প্রকার একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।


