
সাতক্ষীরার তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নারী সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের করণীয়, আচরণবিধি মেনে চলা, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য দেন ইউপি সদস্য শংকার, ইতি আক্তার প্রমূখ ।
বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নারী সমাজের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ভোটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


