
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সভাপতি পদে লড়বেন অভিনেতা ও খল চরিত্রে সুপরিচিত আহমেদ শরীফ। গণমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন এই তথ্য। আহমেদ শরীফ বলেন, বর্তমানে কিছু কাজের জন্য তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প কিছুদিনের মধ্যেই আবার সেখানে ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, ‘যারা শিল্পী সমিতির জন্য আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি শক্তিশালী প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে শিল্পীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেতা।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তী সময়ে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।


