সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত | চ্যানেল খুলনা

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মুরইছড়া চা বাগান বস্তি এলাকার বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম উরাং বৃহস্পতিবার দুপুরে সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে তাদের কৃষিজমিতে কাজ করতে যান। এসময় তিনি তার গৃহপালিত পশুকে খেতের মধ্যে ঘাস খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, শুকুরাম উরাং বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সীমান্ত থেকে দৌড়ে এসে মাটিতে পড়ে যান, পড়ে আমরা তাকে পানি খাওয়াই। তখনও তিনি জীবিত ছিলেন। পরে গাড়ি এনে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।

শাহজান আরও বলেন, নিহত শুকুরাম উরাং ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। ১৫-২০ দিন আগে তিনি বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের কৃষিকাজে সহযোগিতা করছিলেন।

কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বলেন, শুকুরাম উরাংয়ের লাশ কুলাউড়া সদর হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে চুরি, সাংবাদিক পরিচয়ধারী পাঁচজন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।