সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ‘পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন লার্নিং সেশন অন সোশ্যাল ইমোশনাল ওয়েলবেইং (এসইডব্লিউ)’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪-এর চেতনাবোধকে সামনে রেখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনেস্কো বাংলাদেশের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে গৃহীত ‘সোশ্যাল ইমোশনাল ওয়েলবেইং (এসইডব্লিউ)’ প্রকল্পের অংশ হিসেবে এ সেশন আয়োজন করা হয়।

আজ ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য এক গর্বের অধ্যায়। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা অত্যন্ত কঠিন ও অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যার মানসিক অভিঘাত এখনও অনেক শিক্ষার্থী বহন করে চলেছে। তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে জানা, লক্ষ্য নির্ধারণ এবং নিজের ভালো গুণগুলোর যথাযথ ব্যবহার ব্যক্তিগত উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে মা-বাবার সাথে, সুসম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। নিজের জন্য যে কাজ বা কথা অপছন্দনীয়-অন্যের প্রতিও তা না করার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিকাশে ইমোশনাল স্কিলস উন্নত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা অর্জন করলে মানসিকভাবে সুস্থ থাকা সহজ হয়।

সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, আবেগগত স্থিতিশীলতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় নানা ইতিবাচক বৈশিষ্ট্যে সমৃদ্ধ।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ইতিবাচক মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব ক্লাব ও সংগঠনে সম্পৃক্ততা শিক্ষার্থীদের হতাশা ও বিষণ্নতা থেকে দূরে রেখে মানসিক সুস্থতা দৃঢ় করতে সহায়তা করছে। তিনি উল্লেখ করেন, শুধু পড়াশোনা নয়, সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ, আত্মবিশ্বাস ও আবেগগত স্থিতিশীলতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখে।

সেশনে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। তিনি সামাজিক-আবেগগত সুস্থতার মৌলিক ধারণা, চাপ ব্যবস্থাপনা, আবেগ নিয়ন্ত্রণ, ইতিবাচক জীবনদৃষ্টি ও স্বাস্থ্যকর যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইউকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ইসরাত জাহান শাহরিন। সেশনে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

কুয়েটে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।