
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাদশা মোঃ হারুন এর সঞ্চালনায় সাধারণ সভায় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয় এবং কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।


