
ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের সংবিধান ও মুক্তিযোদ্ধাদের স্বার্থ বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া কমান্ডের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় মুক্তিযোদ্ধা কল্যাণ কমিটির আহবায়ক এম নুরুন্নবী খোকা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধা কোটায় একাধিক সন্তানের চাকরী, সম্পত্তি হস্তগত-সহ বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণকারিরা আবারও তৎপর হয়ে উঠেছেন।
কতিপয় মুক্তিযোদ্ধা ডুমুরিয়া উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখল, মুক্তিযোদ্ধা মার্কেট ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন। তাছাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের নামে বরাদ্দকৃত সরকারি খাস জমিতে বিধি বর্হিভূতভাবে বহুতল পাকা ভবর নির্মান করে ভোগ দখলও করছেন। এমনকি মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নামে ভূয়া সংগঠন বানিয়েও অপকর্ম করে যাচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সূচনা বক্তৃতায় যুদ্ধকালিন কমান্ডার নুরুল ইসলাম মানিক মুক্তিযোদ্ধাদের সম্মন ও স্বার্থ রক্ষায় আশু প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন। ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু তালেব হাওলাদার, বিভাষ চন্দ্র বৈরাগী, গাজী নাজিম উদ্দিন, নির্মল কান্তি মল্লিক, কুমুদ রঞ্জন মল্লিক, রবীন্দ্রনাথ বৈরাগী, ভোলানাথ মল্লিক, ক্ষীরোদ চন্দ্র বৈরাগী, অন্নদা করিবার, দীনবন্ধু বৈরাগী, নিমাই চন্দ্র হালদার।


