সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিজয়ের সঙ্গে বাগদান হলো রাশমিকার, আগামী বছর বিয়ে | চ্যানেল খুলনা

বিজয়ের সঙ্গে বাগদান হলো রাশমিকার, আগামী বছর বিয়ে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা বাগদান সেরে ফেলেছেন। শিগগিরই তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপন এক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা বা বিজয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি রাশমিকার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে বাগদান–বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দশেরা উপলক্ষে তিনি ঐতিহ্যবাহী পোশাক পরে tilak দেওয়া একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন— ‘হ্যাপি দশেরা মাই লাভস… এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ “থাম্মা” ট্রেলার আর আমাদের গান আপনাদের এত ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা, মেসেজ, উত্তেজনা, সমর্থন—সব মিলিয়ে প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তুলছে। শিগগিরই প্রমোশনে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।’ এই পোস্টের পর থেকেই ভক্তদের সন্দেহ আরও ঘনীভূত হয় যে, ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন রাশমিকা।

রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন। তখন থেকেই তাঁদের জুটিকে নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অন্যদিকে, পেশাগত দিক থেকে রাশমিকা এবার দেখা দেবেন আদিত্য সারপোতদারের পরিচালনায় হরর–কমেডি ছবি থাম্মা–তে, যেখানে তাঁর বিপরীতে আছেন আয়ুষ্মান খুরানা। ছবিতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়াল। এটি মুক্তি পাবে ২১ অক্টোবর ২০২৫-এ।

অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গোতম তিন্নানুরির পরিচালনায় তেলুগু স্পাই–অ্যাকশন থ্রিলার কিংডম–এ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

রেড সি ফেস্টিভ্যালে ইদ্রিস এলবা, অ্যান্থনিদের সঙ্গে আলো কাড়লেন কার্তিকও

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।