সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩৯ বছর পর যে কারণে আলোচনায় এন্ড্রু কিশোরের সেই গান | চ্যানেল খুলনা

৩৯ বছর পর যে কারণে আলোচনায় এন্ড্রু কিশোরের সেই গান

এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি গ্রামবাংলার সবার মুখে মুখে। গান প্রকাশের ৩৯ বছর পর বেরিয়ে এসেছে নতুন তথ্য।

এটি ছিল জহিরুল হক পরিচালিত ‘প্রাণ সজনী’ ছবির গান। এর সুরকার ও সংগীত পরিচালক ছিলেন আলম খান।

এন্ড্রু কিশোর চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন ১৯৭৭ সালে। তার দুই বছর পর ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ গানটি গেয়েছিলেন তিনি।

মঙ্গলবার কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর এক আবেদনের মাধ্যমে আমরা জানি, “ডাক দিয়াছেন দয়াল আমারে” গানটির গীতিকার সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। তিনি তথ্যপ্রমাণ দিয়ে জানিয়েছেন, গানটি আসাদউদ্দৌলা শিরাজীর মাজারে দীর্ঘদিন থেকে পরিবেশিত হয়ে আসছে। গানটি ১৯৬৫ সালে প্রকাশিত একটি গ্রন্থেও রয়েছে।’

গীতিকার হিসেবে এতদিন লেখা থাকতো মনিরুজ্জামান মনিরের নাম। কিন্তু, এ গানের আসল গীতিকার হচ্ছেন সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজী। প্রয়াত এই শিল্পী-গীতিকারের মেয়ে সৈয়দ গুলরুখ মহল শিরাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কপিরাইট অফিস এ সিদ্ধান্ত দিয়েছে।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এ গানের গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনিরের নাম উল্লেখ করা বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানান রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী।

তিনি বলেন, ‘এ বিষয়ে মনিরুজ্জামান মনিরের কাছে কপিরাইট অফিস ব্যাখ্যা চাইলে তিনি জানিয়েছেন, তিনি এ গানের গীতিকার হিসেবে দাবি করেন না। সুরকার আলম খানও মনিরুজ্জামানের পক্ষে কোনো বক্তব্য দেননি।’

‘এর পরিপ্রেক্ষিতে কপিরাইট অফিস “ডাক দিয়াছেন দয়াল আমারে” গানের গীতিকার হিসেবে সৈয়দ আসাদউদ্দৌলা শিরাজীকে স্বীকৃতি দিয়ে কপিরাইট সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে আছে। তার মেয়ে বিদেশে থাকায় নিতে আসেননি। এলেই দিয়ে দেব,’ যোগ করেন তিনি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘কুরুচিপূর্ণ’ ফটো কার্ড নিয়ে হিমির অভিযোগের পর দুঃখ প্রকাশ করল লেজার ভিশন

অস্ট্রেলিয়ার রাস্তায় আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

‘আন্ধার’ সিনেমায় সিয়ামের নায়িকা তুষি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।