সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা | চ্যানেল খুলনা

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সাত সপ্তাহ আগে, তিনি বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেন, যার ফলে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পর আল-শারা ঘোষণা করেন, তিনি একটি ‘জাতীয় সংলাপ সম্মেলন’ আহ্বান করবেন, যেখানে সিরিয়ার সব গোষ্ঠী ও রাজনৈতিক পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

আল-শারা আরও জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা দেশের শাসন পরিচালনা করবে যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়। আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠী একীভূত করা হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বলেও জানিয়েছেন আল-শারা।

সেনা কমান্ডারদের উদ্দেশে আল-শারা বলেছেন, নতুন নেতৃত্বের সামনে রয়েছে বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ। ডিসেম্বরে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন যে, নতুন নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য একটি নতুন জনগণনার (সেন্সাস) প্রয়োজন, যা সময়সাপেক্ষ হতে পারে এবং তিন বছরের মধ্যে নতুন সংবিধান রচনার কাজ শেষ হবে।

গত বছর, বিদ্রোহীরা মাত্র ১২ দিনের মধ্যে আসাদের সেনাবাহিনীকে পরাজিত করে দামেস্ক দখল করে নেয়। ওইদিনই আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং রাশিয়ায় পালিয়ে যান। আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকার সিরিয়ার রাজনৈতিক অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে পুনর্গঠন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও আর্থিক সহায়তা অপরিহার্য।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যার ঘটনায় হিন্দু মহাসভার নেত্রী গ্রেপ্তার

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মাচাদো

ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।