সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় নলতায় অবরোধ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় নলতায় অবরোধ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরীবের ডাক্তার শহিদুল আলমকে দলীয় মনোনয়ন না দেয়ায় হরতাল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে নলতা কালীবাড়ি ও পার্শ্ববর্তী এলকায় এসব কর্মসূচি পালন করছেন তারা। এ সব কর্মসূচিতে সাধারণ জনগণের পাশাপাশি অনেক নারীকেও অংশগ্রহণ করতে দেখা গেছে।

এর ফলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে ওই এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীন এর মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রার্থী পরিবর্তন করে জনগণের আকাঙ্খা পূরণের উদ্যোগ না নিলে বিএনপি সাতক্ষীরা-৩ আসনে নিশ্চিত পরাজিত হবে বলে মন্তব্য করেন আন্দোলনকারী নেতাকর্মীরা।

আজ বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন ডা. শহিদুল আলমের সমর্থকরা।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পরপরই সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমকে মনোনয়ন বঞ্চিত করার অভিযোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

তালা খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালায় দুর্ঘটনায় প্রাণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।