সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা মেডিকেল কলেজেই হবে করোনা রোগীর চিকিৎসা | চ্যানেল খুলনা

সাতক্ষীরা মেডিকেল কলেজেই হবে করোনা রোগীর চিকিৎসা

আরিফুল হক চৌধুরীঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেয়া হবে এই হাসপাতালে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১-২ দিনের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হবে। সাধারণ কোনো রোগীর চিকিৎসা এখানে নয় সদর হাসপাতালে হবে। সেক্ষেত্রে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জরুরি বিভাগ চালু না থাকলেও মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০-২০০ জন সাধারণ রোগী ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিতেন। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি একেবারেই কমে গেছে। করোনা আতঙ্কে সাধারণ রোগীরা হাসপাতাল ছেড়েছে অনেক আগেই। আজ (সোমবার) এ হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ১২ জন সাধারণ রোগী।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল বলেন, আইসোলেশন ওয়ার্ডে দুইজন করোনা সন্দেহে ভর্তি রয়েছেন। তাদের নমুনা পাঠানো হয়েছে। সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, সাতক্ষীরায় করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জেলায় করোনা আক্রান্ত রোগী বা সন্দেহজনক রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় বন বিভাগের এফজি ইউনুস আলীর বিরুদ্ধে ২ হাজার গাছ বিক্রির অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে তালায় দেড় কিলোমিটার শিম গাছ কেটে দিল প্রতিপক্ষ

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তালায় খলিলনগর স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড কমী সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনিতে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উৎযাপন

তালায় চুক্তি ভঙ্গের অভিযোগে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।