সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সরকার খালেদা জিয়াকে মুক্ত করবে, আশা বিএনপির | চ্যানেল খুলনা

সরকার খালেদা জিয়াকে মুক্ত করবে, আশা বিএনপির

পরিবারের দেয়া আবেদন বিবেচনা করে সরকার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সব সময়ই বলে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। যে সাজা তার প্রাপ্য নয়। জামিন তার প্রাপ্য। আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা খালেদা জিয়াকে (স্থায়ী জামিন) মুক্ত করবে।

বিএনপি নেতা বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবে।’
বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া দীর্ঘ ২০ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এখনও তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি কারাগারে যাওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের নেতৃত্বে দল এখন সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে।’

৪২ বছরে বিএনপির সামনে কী চ্যালেঞ্জ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বড় চ্যালেঞ্জ হচ্ছে, ৭১ সালে মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে সংগ্রাম ও লড়াই করেছিলাম সেই চেতনায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলেকে ফিরিয়ে দেওয়া। আজ আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে হবে।’

আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে। তিনি এই দেশের রাজনীতিতে একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন। তিনি সত্যিকার অর্থে সম্ভাবনাময় বাংলাদেশে গড়ে তোলেন। তিনি খুব অল্প সময়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশি দর্শনের ভিত্তিতে দেশকে উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে নিয়েছিলেন।’

এর আগে সোমবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এবং দরখাস্তে কি লেখা আছে তা বিবেচনা করে তার (খালেদা জিয়া) স্থায়ী মুক্তিতে পরিবারের পক্ষে জমা দেয়া আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার।

আগামী ২৪ সেপ্টেম্বর ৬ মাস শেষ হয়ে যাবে (খালেদা জিয়ার অস্থায়ী মুক্তির মেয়াদ)। গত ২৫ আগস্ট খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আবেদন জমা দেন যা পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত ২৫ মার্চ বয়স এবং মানবিক দিক বিবেচনা করে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেয়া হয়।

গুলশানের বাসভবনে চিকিৎসা নেয়া এবং দেশ ছাড়া যাবে না এমন দুটি শর্তে সরকার তার মুক্তির কার্যনির্বাহী আদেশটি পাস করে। মুক্ত হওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসায় অবস্থান করছেন।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

বাগদান সম্পন্ন করে বিয়ের আংটি পরলেন ইশরাক

তোমাদের মার্কাতে বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

আমি নই, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: বিবিসি বাংলাকে তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।