সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষককে নাকে খত | চ্যানেল খুলনা

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, গণপিটুনির পর শিক্ষককে নাকে খত

জয়পুরহাটের আক্কেলপুরে কওমি মাদ্রাসা পড়ুয়া এক ছেলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আল-আমিন (২২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে নাকে খত দিয়ে শহরের প্রধান সড়কে হামাগুড়ি দিয়ে ঘুরানো হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল শুক্রবার রাতে পৌর শহরের আক্কেলপুর-বদলগাছী সড়কের আক্কেলপুর দারুল কোরআন পৌর ক্বওমী মাদ্রাসায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। অভিযুক্ত শিক্ষক পুলিশ ও স্থানীয়দের কাছে ঘটনাটি স্বীকার করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারইছা গ্রামের জাফর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, শিশুটি আবাসিকে থেকে হেফজ বিভাগে পড়াশোনা করে। গত ১ ডিসেম্বর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন।শুক্রবার শিশুটি বাসায় গিয়ে মনভার করে থাকে। তার মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনাটি জানায়। পরে শিশুটির পরিবার কয়েকজনকে নিয়ে ওই মাদ্রাসায় গিয়ে ঘটনার বিষয়ে কারণ জানতে চায়। এ সময় অভিযুক্ত শিক্ষক আল-আমিন স্বীকার করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে নাকে খত দিয়ে তাকে শহরের প্রধান সড়ক ঘুরানো হয়।

শিশুটির মা বলেন, ‘আমার ছেলে রাতে মাদ্রাসায় থাকে। ওই শিক্ষক আমার ছেলের সঙ্গে কয়েকদিন আগে খারাপ কাজ করে। ছেলে বাসায় এসে কান্না করতে করতে আমাকে সব জানায়। আমি ওই শিক্ষকের বিচার চাই।’

অভিযুক্ত আল-আমিন বলেন, ‘আমি শয়তানের প্রলোভনে পড়ে ছাত্রের সঙ্গে কু-কর্ম করেছি। এ ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করছি।’

ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হামিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি মাদ্রাসায় ছিলাম না। খবর পেয়ে মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করলে শিক্ষক তার অপকর্মের কথা স্বীকার করেন। তাকে পুলিশে দেওয়া হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই শিক্ষক ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

‘তুমি পরোটা বানাও মা, আমি আসছি’- পরে ছেলের নিথর দেহ ফিরলো ঘরে

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।