সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা | চ্যানেল খুলনা

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। নির্বাচনের জন্য ইতোমধ্যে দুটি প্যানেলও চূড়ান্ত হয়েছে। একটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। আর অন্যটিতে রয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

এদিকে নির্বাচন ঘিরে সকাল-দুপুর-বিকেল কিংবা সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএফডিসিতে। যদিও এ নির্বাচনে ফারুক, সোহেল রানা, শাকিব খান, সিয়াম আহমেদ, পূজা চেরি ও জিয়াউল রোশানকে স্পর্শ করেনি এই উৎসবের আমেজ।

বিএফডিসির নির্বাচনের এই আয়োজনে নেই সোহেল রানা। শারীরিক নানা অসুস্থতায় বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এ কারণে আগামী ২৮ জানুয়ারি ভোট দেয়া হবে না তার।

এদিকে অভিনেতা ফারুক এখনো হাসপাতাল থেকে বাড়ি ফিরেননি। এক বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই এই জীবন্ত কিংবদন্তী তারকার ভোট দেয়া হবে না।

শাকিব খানও এবার ভোট দেবেন না। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই নায়ক।

এদিকে বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি সুস্থ হয়েছেন। তবে এই পরিস্থিতে দেশে ফিরছেন না এই নায়িকা।

এদিকে দেশে থাকার পরও ভোট দেয়া হবে না সময়ের ব্যস্ততম অভিনেতা সিয়াম আহমেদের। কারণ তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার নন। এ পর্যন্ত তার পাঁচটি সিনেমা মুক্তি পেলেও এখনো ভোটার হতে পারেননি তিনি। কেননা এখনো শিল্পী সমিতিতে সদস্যের হওয়ার জন্য আবেদক করেননি তিনি।

এছাড়া অভিনেত্রী পূজা চেরির ক্ষেত্রেও একই ঘটনা। এ পর্যন্ত তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে। তবুও পাননি ভোটাধিকার। আর তার মতোই জিয়াউল রোশান এবারও ভোট দিতে পারবেন না। ২০১৭ সালে ১৫তম নির্বাচনে ভোট দিতে পারলেও ২০১৯ এর নির্বাচনে সেই অধিকারও হারান এই অভিনেতা।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তানের কালো তালিকায় সালমান, কী বলছেন নেটিজেনরা

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

ফেসবুকে পরিবার দেখিয়ে কখনো টাকা আয় করতে চাইনি: রিপন মিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।