সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরীয়তপুরে প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে এনসিপি নেতাকর্মীদের ডিম নিক্ষেপ | চ্যানেল খুলনা

শরীয়তপুরে প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে এনসিপি নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় কিছু নেতা-কর্মী।

যুক্তরাষ্ট্র প্রবাসীর নাম জাহিদ হাসান। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তিনি।

নিউইয়র্কে ডিম নিক্ষেপের পর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ফেসবুকে দুটি পোস্ট দেন। একটিতে তিনি লিখেন, বিদেশে টাকা পাচারকারী জাহিদের গ্রামের বাড়ি চামটার তেলিপাড়ায় গণভোজের আয়োজন হতে যাচ্ছে, সবাইকে আমন্ত্রণ।

অন্য পোস্টে তিনি উল্লেখ করেন, আমেরিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বীরদের ওপর ডিম নিক্ষেপ করেছে জাহিদ। তার বাড়ি তেলিপাড়া, চামটা ইউনিয়ন, নড়িয়া, শরীয়তপুর। জাহিদের মাধ্যমে আওয়ামী লীগের বহু এমপি-মন্ত্রী বিদেশে টাকা পাচার করেছে। কোনো দলমত নয়, তাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।

এমন মন্তব্যের পর থেকে এলাকায় উত্তেজনা দেখা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার দুপুর থেকে পুলিশ সেখানে অবস্থান নেয়। তবে বিকেলে জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমীনকে কিছু নেতা-কর্মী নিয়ে জাহিদ হাসানের বাড়ির সামনে অবস্থান করতে দেখা যায়। রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় এনসিপির কয়েকজন কর্মী জাহিদ হাসানের বাড়িতে ডিম নিক্ষেপ করেন। এ সময় জাহিদ হাসানের বাড়িতে তার বড় ভাইয়ের স্ত্রী, দুই ভাতিজা ও একজন গৃহকর্মী অবস্থান করছেন।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। ওই ঘটনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শরীয়তপুরে প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে এনসিপি নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে অবরোধের ডাক

দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ ছড়াতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

রাবিতে পোষ্য কোটা: শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।