সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
রূপসায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারাগারে | চ্যানেল খুলনা

রূপসায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারাগারে

রূপসায় পঞ্চম শ্রেণির ছাত্রী (১১)-কে ধর্ষণের অভিযোগে রূপসা উপজেলার আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (৪৪)- কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টিএস বাহিরদিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই শিক্ষক স্বল্প বাহিরদিয়া ইউনিয়নের বাসিন্দা আকবর আলীর ছেলে।

এদিকে এ ঘটনায় খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা জানিয়ে নারী শিশু আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভিকটিম।

রূপসা থানার ডিউটি অফিসার মোঃ ছাত্তার জানান, ১৬ জুলাই দুপুর ১টা ২৫ মিনিটের দিকে উপজেলার আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী টিফিনের সময়ে ওয়াসরুমে যায়। এ সময়ে আরমাই পাচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয় শেখ ওই শিশুটির পিছু নেয়। ওয়াশরুমে কেউ না থাকার সুযোগে ওই শিক্ষক শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শিশুটিকে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। ঘটনার পরপর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্য বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণের অভিযোগে এনে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন যার নং-১৪। এ অভিযোগে পুলিশ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষককে বাড়ি থেকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার বলেন, শনিবার রাতে মামলা হলে পরের দিন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। দুপুর ১২ দিকে ওই শিশুটি খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান বলেন, শিশুটিকে সকালে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানকার রিপোর্ট এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

অনেক শাসন দেখেছি এগুলো শাসন ছিল না, ছিল শোষণ

রূপসায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারাগারে

ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : উপাচার্য

খুমেক হাসপাতালে করোনায় যুবকের মৃত্যু

খুলনায় মদ্যপানে ৫ জনের মৃত্যু : সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক

খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।