মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (ম্যাফ)-এর সঙ্গে খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা সিটি ল’ কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যাফ খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ। সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গো পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানান, ম্যাফ-এর সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি নেত্রী সৈয়দা রেহানা ঈসা।
এ সময় দূর্গা পূজার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রশান্ত কুমার কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক বিমান সাহা, পূজা উদযাপন পরিষদের নেতা বিশ্বজিত দে মিঠু, ইন্দ্রজিত চক্রবর্তী, রঞ্জন সাহা ও দিলীপ বর্মন।
সভায় আরও উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, নাগরিক ঐক্যের খুলনার সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, গণঅধিকার পরিষদের খুলনা মহানগর সভাপতি মো: বিল্লাল হোসেন, ম্যাফ এর উপদেষ্টা এডভোকেট শামিমা সুলতানা শিলু, সদস্য মেহেদী হাসান দিপু, সোহরাব হোসেন, মুহাম্মদ নূরুজ্জামান, মহিলা দলের নেত্রী শাহনাজ ইসলাম, শারমিন আক্তার আঁখি, ছাত্র অধিকারের সাব্বির রহমান শুভ প্রমুখ।
সভায় আসন্ন দূর্গা পূজা উপলেক্ষ আইন-শৃংখলা বাহিনীর প্রস্তুতি এবং প্রশাসন, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগ সন্তোষজনক হলেও ভষ্যিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানানো হয়। একই সঙ্গে নেতৃবৃন্দ রূপসা মহাশশ্মান পূজা মন্দিরের সিসি টিভির কয়েকটি ক্যামেরা দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।