সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মৌকে দেখে পালিয়ে গিয়েছিলেন পরীমণি, বন্ধ করেন স্কুলে যাওয়া | চ্যানেল খুলনা

মৌকে দেখে পালিয়ে গিয়েছিলেন পরীমণি, বন্ধ করেন স্কুলে যাওয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি জীবনের এক অজানা অধ্যায়ের কথা প্রথমবারের মতো শোনালেন। জানালেন, ছোটবেলায় নাচ শেখার জন্য ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। কিন্তু সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে, ভয়ে কিংবা লজ্জায় পালিয়ে যান এবং আর কোনোদিন ওই স্কুলে ফিরে যাননি।

এই অজানা গল্প উঠে এসেছে মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ আড্ডাটি প্রচার হবে শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রায় ১০০ মিনিটের এই পর্বে আলোচনায় এসেছে পরীর ব্যক্তিগত জীবনের নানা না-বলা কথা।

পডকাস্টে পরী মণি বলেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।’ সন্তানদের জন্যই তাঁর জীবনে এসেছে এই পরিবর্তন। আগে কোনো সঞ্চয়ের অভ্যাস না থাকলেও এখন নিয়মিত সঞ্চয় করছেন দুই সন্তান পুন্য ও প্রিয়মের ভবিষ্যতের কথা ভেবে।

আড্ডায় মজার ছলেই নায়িকা বলেন, ‘আমি এখন পুন্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আরও জানান, প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে বরিশালে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংসসহ নানা খাবারের আয়োজন করেছিলেন তিনি। আয়োজনের প্রতিটি বিষয় নিজ হাতে তদারকিও করেন।

জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই বিশেষ পডকাস্টে নায়িকার জীবনের অনুচ্চারিত অনেক গল্পই ভিন্ন আবহে ধরা পড়বে দর্শক-শ্রোতাদের সামনে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

রেড সি ফেস্টিভ্যালে ইদ্রিস এলবা, অ্যান্থনিদের সঙ্গে আলো কাড়লেন কার্তিকও

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।