সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে বেসামরিক গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধা কমিটির সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বেসামরিক গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধা কমিটির সংবাদ সম্মেলন

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলা বেসামরিক গেজেট ভূক্তমুক্তিযোদ্ধা কমিটির সভাপতি সহ মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সরোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। যুদ্ধকালিন সময়ে জিউধরা ইউনিয়নের কালিবাড়ি ক্যাম্পে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে মুক্তি ক্যাম্পে যোগদান করেন। সাবেক কৃষি মন্ত্রী শেখ আব্দুল আজিজ ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদসহ যাচাই বাছাই কমিটির যাচাইঅন্তে লাল তালিকাভূক্ত হন তিনি।
যার প্রেক্ষিতে বর্তমান ২৮ জানুয়ারি জামুকা বোর্ড হতে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানকে, অব্যাহতি দিয়ে আমাকে তথা বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন হাওলাদারকে সভাপতি নির্বাচন করে গেজেট প্রকাশ করা হয়।
তিনি আরো বলেন, হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন কালে কোন অনিয়ম, দুনীতি তাকে গ্রাস করতে পারেনি।

এবারের যাচাই বাছাই কমিটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তভূক্ত হবে বলে আশ^স্ত করেন। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল অর্ধশতাধিক বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বাগেরহাটে ৪টি আসন পুনর্বহালের দাবীতে ফকিরহাটে হরতাল, নির্বাচন অফিসে তালা

মোল্লাহাটে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে: তরুণদের প্রাণের উচ্ছ্বাস

ফকিরহাটের পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই মিল্লাদুন্নবী উদযাপন

ফকিরহাটের পিলজংগে বিএনপি’র প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে মটর সাইকেল র‌্যালী

ফকিরহাটে মোবাইলফোন কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।