সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে মহাসড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল খুলনা

মোল্লাহাটে মহাসড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার ভ্যেনু কেন্দ্রের দাবিতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, এবারের এইচএসসি পরীক্ষায় আন্ত বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কোন ভ্যেনু কেন্দে পরীক্ষা নেওয়া হবে না। সরকারের এমন সিদ্ধান্তের ফলে মোল্লাহাটে এইচএসসির পরীক্ষার কেন্দ্র খলিলুর রহমান ডিগ্রী কলেজ।

ফলে উক্ত কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী কোন একটি কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।
মোল্লাহাটে আর কোন কেন্দ্র না থাকায় তাদের পার্শ্ববর্তী উপজেলা ফকিরহাটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ ২০২৫ এর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্ষোভে ও বিক্ষোভে ফেটে পড়ে। সোমবার (১২ মে) বেলা ১২ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট থানা সংলগ্ন সৌরভ রিসোর্ট এর সামনের মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

এ সময় তারা তাদের দাবির স্বপক্ষে এইচএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্র ফিরিয়ে আনার জন্য স্লোগান দিতে থাকে।

প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করায় রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা-খুলনা রুটের সাধারণ যাত্রী। তবে জরুরী সেবা প্রদানকারী পরিবহন, এম্বুলেন্স, ও পুলিশের গাড়ি চলাচলের ব্যবস্থা করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যুগ যুগ ধরে মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা চলে আসছে, এখন কেন ভেন্যু কেন্দ্র একটি উপজেলা থেকে আরেকটি উপজেলা স্থানান্তরিত করা হবে? মোল্লাহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, মোল্লাহাটের অনেক ইউনিয়নের পরীক্ষার্থীরা গ্রামে থেকে মোল্লাহাটে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে এরপর মোল্লাহাট থেকে ফকিরহাট যেতে আরো একঘন্টা সময় লাগবে, এতে করে পরীক্ষার্থীদের নানা রকম ভোগান্তির সম্মুখীন হতে হবে। তাই মাননীয় ডিসি মহোদয় ও যশোর বোর্ডের চেয়ারম্যানের নিকট ফকিরহাট ভেন্যু কেন্দ্র বাতিল করে পুনরায় মোল্লাহাটের যে কোন কলেজে এইচ এস সি পরীক্ষার ভেন্যু কেন্দ্র করার জোর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন ইসলামী ছাত্রশিবির মোল্লাহাট উপজেলা শাখা,
জাতীয়তাবাদী ছাত্রদল,বৈষম্য বিরোধী ছাত্র অধিকার, সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামির মোল্লাহাট উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, মোল্লাহাট থানায় অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরপর মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে দেওয়া হোক

মোল্লাহাটে মহাসড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

খুবির বিজিই ডিসিপ্লিনে সিনথেটিক বায়োলজির উপর সেমিনার অনুষ্ঠিত

খুলনায় সুপেয় পানির তীব্র সংকট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় খুলনায় ইসলামী আন্দোলনের শুকরিয়া মিছিল

খুলনায় মহিলা আ’লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।