সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোংলায় নৌবাহিনীর বিভাগীয় নৌ-কমান্ডারের পূজামন্ডপ পরিদর্শন | চ্যানেল খুলনা

মোংলায় নৌবাহিনীর বিভাগীয় নৌ-কমান্ডারের পূজামন্ডপ পরিদর্শন

মোংলায় হিন্দু সম্প্রদয়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার পুজামন্ডপ পরিদর্শন করলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন। সারাদেশের ন্যায় মোংলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত কন্টিনজেন্ট নিয়মিত টহল কার্যক্রম ও সমন্বিতভাবে নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে হিন্দু সম্প্রদয়ের পুজামন্ডপ পরিদর্শন করেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাক্ষিত ঘটনা প্রতিরোধ ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পাশাপাশী স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব সহ অন্যান্য আইনশৃংলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন করছে নৌবাহিনী।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী মোংলাসহ তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন প্রথমে মোংলা দিগরাজ বাজার সংলগ্ন সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় কমান্ডার খুলনা নৌ অঞ্চল প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরিদর্শনকালে তিনি মাঠপর্যায়ের প্রস্তুত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা প্রদান করেন নৌ কমান্ডার। পরে তিনি পর্যাক্রমে মোংলা উপজেলার সকল পুজামন্ডপ পরিদর্শন করেন।

দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী মোংলা ছাড়াও বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিরাপত্তা জোরদার করেছে। পূজা চলাকালীন নৌবাহিনী সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল স্থাপন করেছে নৌবকাহিনী। পূজামন্ডপসহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখছে তারা। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ও জরুরি প্রয়োজনে বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে, যাতে ধর্মীয় এই উৎসব নির্বিঘœ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করা যায়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীর পক্ষ থেকে। এছাড়াও, নৌবাহিনী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সংগঠকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপতৎপরতা প্রতিহত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

কুয়াশার চাদরে ঢাকা মোংলা, শীতে বিপর্যস্ত জনজীবন

অবশেষে উদ্ধার আটকে পড়া বাঘ, নেয়া হচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফকিরহাটে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে ৮০ ভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।