সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় বাবার বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করলে পুলিশ বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত আইনুন নাহার আনিতা (২৬) একই গ্রামের আমির হোসেনের মেয়ে। তাঁর আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত বাবা আমির হোসেন (৬০) আদালতে মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল রব তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, চার বছর আগে একই উপজেলার গোলাপনগরের বাসিন্দা মহিনের সঙ্গে আনিতার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন মাস আগে দাম্পত্য কলহের জেরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা হলে আনিতা আবারও একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাবা আমীর হোসেন এতে বাধা হয়ে দাঁড়ান। গত শনিবার সন্ধ্যার পর বাড়ি ফাঁকা পেয়ে রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবা আমীর হোসেন। ঘটনার পরের দিন মা তাসলিমা খাতুন বাদী হয়ে স্বামী আমির হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার ভোররাতে পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করে।

মামলার বাদী মা তাসলিমা খাতুন বলেন, ‘মেয়েকে বাড়িতে রেখে তার আড়াই বছরের কন্যাকে নিয়ে বাড়ির বাইরে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিতাকে ডাকতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখি, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ে বিছানার ওপর পড়ে আছে। ওই সময় আমার স্বামী স্বীকার করে যে সেই মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।’

ওসি আবদুল রব বলেন, নিহত ব্যক্তির মা নিজে বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। অসামি আমীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নীলফামারীতে গৃহবধূ হত্যা, রাজশাহীতে শাশুড়ি গ্রেপ্তার

মেয়ে হত্যার অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

ময়মনসিংহে ২ শিশু নিখোঁজ: সিফাতের পর এবার মিলল সাদাবের লাশ

ভারতে থেকে নিয়মিত বেতন তোলেন শিক্ষক দম্পতি

‘আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানস?’ বহিষ্কৃত যুবদল নেতা

বগুড়ায় বাড়ির সামনে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।