সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মুরাদনগরে নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরান পাঁচদিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

মুরাদনগরে নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরান পাঁচদিনের রিমান্ডে

মুরাদনগরে এক নারীর ভিডিও ছড়িয়ে দেওয়ার মূলহোতা শাহ পরানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কুমিল্লার ১১ নম্বর আমলী আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

২৬ জুন রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। পরে শাহ পরানসহ অন্যরা ওই নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে মারধর করে তার ভিডিও ভাইরাল করে দেন। ঘটনার দুই দিন পর ২৮ জুন ওই নারীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় ৩ জুলাই গ্রেপ্তার হন শাহ পরান।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৮ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার এ মামলার ৪ জনের ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। তারা হলেন, একই এলাকার রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক। এছাড়া ধর্ষণের অভিযোগে ওই নারীর দায়ের করা মামলার একমাত্র আসামি আহত ফজর আলী গ্রেপ্তার হয়ে পুলিশের পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন জানান, শাহ পরান ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই। তারই পরিকল্পনায় ওই নারী ও ফজর আলীকে নির্যাতনের ভিডিও ধারণ ও ভাইরাল করা হয়। তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ৪ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ভিডিও ভাইরালকাণ্ডে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০

কবরের মাটি উত্তোলন: জানতে চাওয়ায় মারপিটে একজনের মৃত্যু

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক বাবা-ছেলে

ঘুমন্ত মাকে বালিশ চাপায় হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।