সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মুজিববাদ বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম | চ্যানেল খুলনা

মুজিববাদ বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা আমাদের একটি ফ্যাসিবাদী-ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। একটি অকার্যকর রাষ্ট্র মেরামতের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভা করে এনসিপি।

মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে জানিয়ে নাহিদ বলেন, ‘মুজিববাদ এ দেশে চলবে না। এই মুজিববাদী শক্তি দেশে একদলীয় শাসনব্যবস্থা, দুর্নীতি-লুটপাট, ইসলাম বিদ্বেষ এবং দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি করেছে। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এর আগে জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাহিদ। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে পথসভার মঞ্চে আসেন দলটির কেন্দ্রীয় নেতারা। এনসিপির শীর্ষ নেতারা গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জে এসে পৌঁছান।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা শুনেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন।’ তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আমাদের সংঘবদ্ধ হতে হবে।’

সুনামগঞ্জ শহরে পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি:
এনসিপি সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যা সমাধানই বাংলাদেশের রাজনীতি। এটাই আমাদের পদযাত্রার শিক্ষা।’ তিনি আরও বলেন, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। জুলাই এমনিতেই শোকাবহ মাস। চব্বিশের এই জুলাই মাসে আমরা হাজারো ভাইবোনকে হারিয়েছি। প্রতিটি দুর্ঘটনা থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভায় এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বক্তব্য দেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ। পথসভায় জেলা-উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বার্ন ইনস্টিটিউটে আয়মানের পর চলে গেল মাকিনও, নিহত বেড়ে ৩৩

মানিকগঞ্জে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৮

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত নিঝুমের বাড়িতে মাতম, ভাই আইসিইউতে

প্রাণের ২৫০০ লিটার ভেজাল দুধ জব্দ, তিন কর্মকর্তার কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।