সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
মাগুরায় করোনায় মৃত ব্যাক্তির দাফনে এগিয়ে এলো মান‌বিক পু‌লি‌শ | চ্যানেল খুলনা

মাগুরায় করোনায় মৃত ব্যাক্তির দাফনে এগিয়ে এলো মান‌বিক পু‌লি‌শ

মাগুরা প্রতিনিধি : মৃত্যু‌তে সবার ভয়। তাই মৃত্যু‌কে পাশ কা‌টি‌য়ে মানুষ সর্বদা উ‌ল্টোপ‌থে হাঁটতে চায়। শুধু ব্যতিক্রম পু‌লিশ। যেন পু‌লি‌শের মৃত্যু ভয় নেই, নেই মৃত্যু। সম্প্র‌তি দে‌শের মাগুরা জেলায় ক‌রোনায় মৃত এক ব্য‌ক্তির লাশ ব্যবস্থাপনা‌কে কেন্দ্র ক‌রে সৃষ্ট জ‌টিলতায় মৃত্যুভয়‌কে জয় ক‌রে মৃত্যুঞ্জয়ীর ভু‌মিকায় অ‌ধিষ্ট হয়ে‌ছে মাগুরা জেলা পু‌লিশ।
‌মাগুরা জেলার শা‌লিখা উপ‌জেলার দেশমুখপাড়া গ্রা‌মের মোঃ মিজানুর রহমান (৬৫) অসুস্থ বোধ কর‌লে প‌রিবা‌রের লোকজন গত ২১/৬/২০২০ তা‌রিখ চি‌কিৎসার জন্য মাগুরা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করে। চি‌কিৎসাধীন অবস্থায় ডাক্তার তার নমুনা পরীক্ষা করা‌লে করোনা পজিটিভ রি‌পোর্ট আসে। বায়ু গ‌তি‌তে ক‌রোনা সংবাদ হাসপাতাল ছা‌পি‌য়ে পৌঁছে যায় আত্নীয় – স্বজ‌নের কা‌ছে। ক‌রোনাতেই যেন কাল হ‌য়ে উ‌ঠে সব ! মৃত্যু ভয় পে‌য়ে ব‌সে মৃ‌তের প‌রিবার প‌রিজন আর হাসপাতাল স্টাফ‌দের। ক‌রোনার সা‌থে একা যুদ্ধ ক‌রে পে‌রে না উঠে অব‌শে‌ষে হে‌রে যান তি‌নি । ২৬/৬/২০২০ তা‌রিখ সকাল ৯:০০ টায় তি‌নি মারা যান নিঃসঙ্গ ক‌রোনা রোগী হ‌য়ে।

মৃত্যু‌তে জীবন শেষ হ‌লেও শেষ হলো না মৃত্যুভয়। মৃত্যুভয় পে‌য়ে বসল মৃ‌তের প‌রিবার প‌রিজন সহ গোটা হাসপাতালটা‌কে। অ‌দেখা করোনা দূ‌রে সরি‌য়ে দিল কা‌ছের দেখা আপনজন আর অপ‌রি‌চিত করে দিল প‌রি‌চিতজন‌দের। মৃত্যুর পর দুপুর ৩:০০ টা পর্যন্ত ৬ ঘন্টা হাসপাতা‌লে প‌ড়ে থাকল লাশ। ‌যেন লাশ দেখার লোক নেই। ‌নেই নিকট আত্বীয়জন। করোনার লাশ? কে ধর‌বে? কে নে‌বে? কি হ‌বে? সবার ম‌নে ক‌রোনা ভয়!

লা‌শের নিকটজন আর হাসপাতাল কর্তৃপক্ষ‌কে মৃত্যুভয় লাশ থে‌কে দূ‌রে স‌রিয়ে নি‌লে প‌ড়ে ফুল‌তে থাকা সঙ্গহীন লা‌শের হৃদয়‌বিদারক এই ঘটনার সংবাদ পা‌ন জেলা পু‌লিশ সুপা‌র জনাব খান মোহাম্মদ রে‌জোয়ান, পি‌পিএম লাশ ব্যবস্থাপনায় তাঁর তাৎক্ষ‌নিক নেয়া মান‌বিক উ‌দ্যে‌গে নি‌র্দেশনা পে‌য়ে হাসপাতা‌লে ছু‌টে যান সদর থানা পু‌লিশ টিম। সদর থানার ও‌সি ইন্স‌পেক্টর (তদন্ত) ও ইন্স‌পেক্টর (অপা‌রেশন্স) কে সং‌গে নি‌য়ে ছু‌টে যান হাসপাতা‌লে।

হাসপাতা‌লের সাম‌নে দাড়া‌নো র‌য়ে‌ছে অ্যাম্বুলেন্স। লাশ টানাই যা‌দের ব্যবসা। ক‌রোনায় মৃত্যু ব‌লে কেউ তার লাশ বহন কর‌তে চায়‌নি। কেউ এ‌গি‌য়ে আসে‌ননি লাশ বের ক‌রে অআন‌ার জন্য পু‌লিশ‌কে সাহায্য কর‌তে। মৃ‌তের প্র‌তি মানু‌ষের এ কেমন আচরণ ? এমন প‌রি‌স্থি‌তি‌তে মৃত্যুভয়হীন পু‌লিশ মৃ‌তের ঠিকানা সংগ্রহ ক‌রে হাসপাতাল থে‌কে নি‌জেরাই লাশ বের ক‌রে অা‌নে আর ব্যবস্থা ক‌রে লাশ পরিবহ‌নের অ্যাম্বুলেন্স। মান‌বিক পু‌লিশী হস্ত‌ক্ষে‌পে মৃত্যুপরবর্তী সামা‌জিকতার স্বাদ পায় মৃ‌তের আত্না । সবাই যখন ক‌রোনা আর মৃত্যুভ‌য়ে লাশ থে‌কে নি‌জে‌দের দূ‌রে স‌ড়ি‌য়ে নিল, তখন মান‌বিক দা‌য়ি‌ত্ববোধের তাড়নায় মৃত্যুভয়‌কে জয় ক‌রে ক‌রোনায় মৃত লাশের দাফনের ব্যবস্থাপনা সম্পন্ন ক‌রে প্রশংসা কুড়‌ায় মাগুরা জেলা পু‌লিশ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ভোট দিয়ে শতভাগ বিজয়ের আসা করলেন সাকিব আল হাসান

মাগুরায় আপন দুই ভাইকে গলা কেটে হত্যা

মাগুরায় থিয়েটার ইউনিটের পথনাটক “মৃত্যুঘূর্ণি” প্রদর্শন

মাগুরার সাবেক এমপি মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে সাকিব- আল হাসান

মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ. ‘টুটুল আহবায়ক, মিথুন সদস্য সচিব’

বন্ধ হলো সওদাগর কুরিয়ারের শাখা অফিস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।