সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম | চ্যানেল খুলনা

মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে তারা ইসলামবিরোধী উত্তরাধিকার ও পারিবারিক আইন সংশোধনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এসব দাবিসহ মোট ৪টি মূল দাবি নিয়ে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হেফাজতের নেতারা।

প্রেস ব্রিফিংয়ের আগে অনুষ্ঠিত হয় সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ শীর্ষ নেতারা।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩ মের মহাসমাবেশে যেসব দাবি তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে:

প্রথম দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার, বিশেষ করে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশসহ বিগত ১৫ বছরে দায়ের করা সব ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি হেফাজত নেতাকর্মীদের ওপর হওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবি, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল, বহুত্ববাদ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানানো হবে।

তৃতীয় দাবি, নারী সংস্কার কমিশন ও প্রস্তাব বাতিল, নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবে ইসলামি পারিবারিক ও উত্তরাধিকার আইনকে ‘বৈষম্যমূলক’ হিসেবে চিহ্নিত করায় হেফাজত তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে। তারা কমিশনটির বিলুপ্তি এবং সংশ্লিষ্ট প্রস্তাব বাতিলের আহ্বান জানিয়েছে।

চতুর্থ দাবি, আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান, ভারতের মুসলিমবিরোধী ওয়াকফ বিল বাতিলের দাবি জানানো হবে। একইসঙ্গে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিশ্ব নেতৃত্বকে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

মহাসমাবেশ সফল করতে হেফাজত ২২-২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ এবং ২৫ এপ্রিল শুক্রবার বাদ জুমা জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া, জুমার খুতবায় ইমাম-খতিবদের কাছে কোরআনভিত্তিক উত্তরাধিকার ও পারিবারিক আইনবিষয়ক আলোচনা উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে সব ভুলের ক্ষমা চাই: জামায়াত আমির

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী

কিছু দল ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে: নাহিদ

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।