সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মহানগরীর ৫ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন | চ্যানেল খুলনা

মহানগরীর ৫ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

মহানগরীর ৫থানায় মহিলা দলের আহবায়ক কমিটি দিয়েছে মহানগর মহিলা দল। রবিবার (১ অক্টোবর) মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা ও সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন স্বাক্ষরিত প্রতি থানার অনুমোদিত ২১ সদস্যের কমিটি
নিম্নরুপ।

সদর থানা মহিলা দল:
আহবায়ক এড. জাহানারা পারভীন, সদস্য সচিব পারভিন বেগম, সদস্য যথাক্রমে-কাকলী খান, রোজা খানম পুতুল, নাজমুন নাহার শিখা, সোমা আক্তার, লায়লা পারভীন, মিসেস জামিলা, জাহেদা আক্তার যুথি, জেসমিন হালদার, ফারজানা আমিন নিশি, ঝুমু আক্তার, নাছিমা আক্তার, পারুল বেগম, শাহানা আক্তার, প্রীতি আক্তার রাবু, হোসনে আরা বেগম, হাজেরা আক্তার রুমা, তাসলিমা বেগম, নাছিমা বেগম।

সোনাডাঙ্গা থানা:
আহবায়ক মরিয়ম খাতুন মুন্নি, সদস্য সচিব এড. কামরুন্নাহার হেনা, সদস্য যথাক্রমে মুর্শিদা বেগম, শাহানা পারভিন শিল্পি, রিনা মল্লিক, নিলুফার ইয়াসমিন নিলা, রেহেনা মান্নান, লাকি আজমেরি, নাছিমা আক্তার পুতুল, রোজি খান, জুলেখা বেগম, নাজমা বেগম, রাবেয়া খাতুন অনন্যা, কাবলি কলি, মোসা. লিলি বেগম, রুবি ইসলাম, ময়ুরি আক্তার, ফাতেমা আক্তার খুশি, আসমা আক্তার সাথী, সুমি চাকলাদার, মাহমুদা আপকবর।

খালিশপুর থানা:
আহবায়ক নিঘান সীমা, সদস্য সচিব লুবনা ইয়াসমিন বিউটি, সদস্য যথাক্রমে মিসেস মনি, পাপিয়া রহমান পারুল, জাকিয়া সুলতানান, ময়না, ফাতেমা বেগম, বিউটি আক্তার, নুরজাহান বেগম, জাহানারা বেগম, খালেদা খানম, নার্গিস বেগম, শারমিন বেগম, কাজলী ইসলাম, আনোয়ারা, মিনু বেগম, লিপি আক্তার, মুন্নি বেগম, সালমা বেগম, শাহানাজ আক্তার লুসাই, লাইজু বেগম।

দৌলতপুর থানা:
আহবায়ক সালমা বেগম, সদস্য সচিব মদিনা আক্তার, সদস্য যথাক্রমে হিরা খাতুন, রুমা খাতুন, রাবেয়া বেগম, আয়েশা বেগম, লায়লা আঞ্জুমান, ফিরোজা বেগম, মোসা. বুবলী বেগম, আক্তার জাহান কনা, সালমা খাতুন, রিনা পারভীন, পারভীন আক্তার, আনিসা আক্তার লিপি, সুমি আক্তার, আসমা থাতুন, ফাপতেমা খাতুন, হওিয়া বেগম, নাসিমা বেগম, সাবিনা খাতুন।

খানজাহান আলী থানা:
আহবায়ক শাম্মী চৌধুরী মলি, সদস্য সচিব রেশমি সুলতানা, সদস্য যথাক্রমে শিরিন আক্তার, চমন আরা, রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন, বিউটি বেগম, সেলিনা বেগম, পারুল বেগম, ঝর্ণা বেগম, আসমা আক্তার, গোলাপী বেগম, লিপি আক্তার, রুবি বেগম, আশা আক্তার, কোহিনুর বেগম, পারুল আক্তার, নুপুর আক্তার, ময়না বেগম, সাফিয়া বেগম, পারভীন বেগম।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর দুপুরে ফিরছেন তারেক রহমান

নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।