সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ | চ্যানেল খুলনা

ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ভাঙারি ব্যবসার আড়ালে বছরের পর বছর গোপনে গাঁজা চাষ করে আসছিলেন মো. লিটন (৪০) নামের এক ব্যক্তি। সবজির বাগানের ছায়ায় গাঁজার গাছ রোপণ করে নিয়মিতভাবে কাঁচা পাতা সংগ্রহ করলেও শেষ পর্যন্ত আইনের চোখ ফাঁকি দিতে পারেননি তিনি। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এই কথিত ভাঙারি ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার রাতে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামে অবস্থিত তার ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের পেছনের সবজিবাগান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করে যৌথ বাহিনী। আটক মো. লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানের সামনের অংশে ভাঙারি ব্যবসা চালালেও পেছনে পুঁইশাক, পালংশাক, ঢ্যাঁড়সসহ নানা সবজির আড়ালে নিয়মিত গাঁজা চাষ করতেন লিটন। ফলের ক্যারেটকে টব হিসেবে ব্যবহার করে গাঁজার গাছ পরিচর্যা করতেন তিনি। প্রতি দুই মাস অন্তর গাছ থেকে কয়েক কেজি গাঁজার পাতা সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনেক দিন ধরেই তাঁর কার্যকলাপ নিয়ে সন্দেহ ছিল। তবে প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারছিল না। অভিযানের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. লিটনকে আটক করে। অভিযানের সময় তাঁর দোকানের পেছন থেকে গাঁজার গাছ ও কাঁচা পাতা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে লিটন গাঁজা চাষ করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুড়িগ্রাম-৪ আসনে বড় ভাই বিএনপির প্রার্থী, ছোট ভাই জামায়াতের

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় খাবার হোটেলে কাজ করছিল

চট্টগ্রামে দুর্ঘটনার শিকার পুলিশ বাস, নারী সদস্যসহ আহত ২০

কবরের মাটি উত্তোলন: জানতে চাওয়ায় মারপিটে একজনের মৃত্যু

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক বাবা-ছেলে

ঘুমন্ত মাকে বালিশ চাপায় হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।