অনন্যা সক্স এন্ড ইনার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুরাদ হোসেন সোহাগ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি কারক সমিতি (বিজিএমইএ)’র জার্মানীর বাজার উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
খুলনার কোন ব্যবসায়ী এই প্রথম বিজিএমইএ’র গুরুত্বপূর্ণ কোন পদে মনোনীত হলেন।
৪২ বছর বয়সী উদীয়মান তরুণ ব্যবসায়ী মুরাদ হোসেন সোহাগ আকন গ্রুপ ও আকন সেফ ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি Bys Thread & Accessories Ltd এবং Akon holiday &Tourism Consultancy Co. প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক।