সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের মাল্টি-পারপাস রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

বক্তব্যের শুরুতে উপ-উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন চালুর শুরুর দিনগুলো, ডিসিপ্লিনের ধাপে ধাপে বিকাশ এবং শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের গুরুত্বপূর্ণ সময়। এখান থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা পরবর্তী জীবনে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং শৃঙ্খলা, মূল্যবোধ ও নৈতিকতাও একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ সালাহউদ্দিন মিনা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ সোহেল পারভেজ।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ’২০ ব্যাচের মোঃ মিজানুর রহমান ও ’২৪ ব্যাচের তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২১ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হক ও ’২৩ ব্যাচের শিক্ষার্থী ফারজানা মাহিন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে বেলা ১১টায় নবীনবরণ উপলক্ষ্যে ৩নং একাডেমিক ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবির প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করলেন উপ-উপাচার্য

রবীন্দ্রচিন্তায় সৃষ্ট নান্দনিক ভাব ও ভাষাশিল্প আজ বাংলা সাহিত্যের গৌরবময় অর্জন

কুয়েটের উপাচার্যের দা‌য়ি‌ত্বে চুয়েট অধ্যাপক ড. হযরত আলী

খুবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

খুবি উপাচার্যের সাথে টেরে ডেস হোমস্ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদি অংশীদারিত্বভিত্তিক উদ্যোগ : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।