খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র পরিবেশ উন্নয়ন বিষয়ক কমিটির সাথে বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্যের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮ ফেব্রুয়ারি অত্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ফলে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিকরণ, উভয়পক্ষের মধ্যে সমঝোতা ও সহনশীলতা বৃদ্ধির সম্ভাব্য সমাধান, বিশ্ববিদ্যালয়ের বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের আবাসস্থল, যাতায়াত এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী আনিছুর রহমান ভূঁইয়া, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. আবু ইউসুফ, পরীক্ষা নিয়ন্ত্রক ও নুরে আলম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি মোঃ তৈয়বুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত, ডেপুটি রেজিস্টার মোঃ আব্দুর রহমান, কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন পরামানিক, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, দৌলতপুর থানার এস আই বদিউর রহমান আড়ংঘাটা থানার এএসআই বীনা, খানজাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজানআলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খানজাহান আলী থানা জামায়াতের আমীরের দায়িত্বপ্রাপ্ত মোশাররফ আনসারী, দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী ইসমাইল হোসেন পারভেজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন কুয়েট মেইন গেটে অবস্থিত নূরে মদিনা জামে মসজিদের কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী, অবসরপ্রাপ্ত পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাজা মোঃ কামাল উদ্দিন, জাহানাবাদ ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, এ্যাডঃ শেখ আমিন উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম শেখ জাকির হোসেন, স্থানীয় যোগীপোল ইউপি সদস্য জিএম এনামুল কবির, শেখ আল মামুনসহ কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।