সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির শ্রমিক দলে পদ পেলেন আওয়ামী লীগের ৫ নেতা | চ্যানেল খুলনা

বিএনপির শ্রমিক দলে পদ পেলেন আওয়ামী লীগের ৫ নেতা

নীলফামারীর সৈয়দপুর উপজেলার জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার কমিটিতে পদ পেয়েছেন রেলওয়ে শ্রমিক লীগের পাঁচ নেতা।

জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রেলওয়ে কারখানার পাশে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘোষণা দেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।

কমিটিতে ওপেন লাইন শাখার এস এস এ ই/ওয়ে সেকশন ইউনিটের আওয়ামী লীগের সাবেক কমিটির কার্যকরী সহসভাপতি আতাউল ইসলামকে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের কার্যকরী সদস্য সানাউল হককে সাংগঠনিক সম্পাদক, শ্রমিক লীগের উপদেষ্টা সদস্য লিটন খাঁনকে আইনবিষয়ক সম্পাদক ও উপদেষ্টা সদস্য মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রেলওয়ে শ্রমিক ও কর্মচারী বলেন, আওয়ামীপন্থী শ্রমিক ও কর্মচারী দিয়ে শ্রমিক দলের কমিটি করা ঠিক হয়নি। এতে প্রকৃত বিএনপি কর্মীরা হতাশ হয়েছেন। এর ফলে আন্দোলন বা দুঃসময়ে বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের পাওয়া যাবে না।

জানতে চাইলে শ্রমিক দলের সভাপতির দায়িত্বপ্রাপ্ত শ্রমিক লীগ নেতা আতাউল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে চাপে পড়ে আমরা শ্রমিক লীগ করতাম। তবে কমিটির কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। কাজের স্বার্থে ওই দলে যুক্ত ছিলাম।’

এ বিষয়ে রেলশ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম বলেন, ‘যাদের কমিটিতে রাখা হয়েছে, তারা ভালো মানুষ। তারা চাপে পড়ে শ্রমিক লীগ করেছে। তাদের আওয়ামী লীগ করার মনোভাব ছিল না। এই ধরনের লোক ৫ আগস্টের পর শ্রমিক দলের ডি ফরম পূরণ করেছে, এ কারণে আমার তাদের কমিটিতে রেখেছি।’

কমিটিতে এ ধরনের কতজন রয়েছেন—এমন প্রশ্নে আব্দুল করিম বলেন, ‘এটা অতীতেও হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বিএনপির লোকজন সেই দলে ঢুকে পড়েছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। তাই যারা ভালো সদস্য, তাদের আমরা শ্রমিক দলে ডি ফরম পূরণ করে একটা ইউনিট কমিটি গঠন করে দিয়েছি।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন বলেন, ‘আওয়ামী লীগপন্থী শ্রমিক দিয়ে কমিটি গঠনের পর আমরা জেনেছি। এটা আমাদের অঙ্গসংগঠন রাজনৈতিক জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি কেন্দ্রে জানাব। বিএনপির মূলনীতি হলো, বিএনপিতে কোনো আওয়ামীপন্থীর স্থান হবে না। আমরা সেই পন্থায় কাজ করব।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।