সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বন্ধুদের নিয়ে স্ত্রীকে আনতে গিয়ে ধাওয়া খেলেন যুবক, ‘ডাকাত সন্দেহে’ পিটুনি | চ্যানেল খুলনা

বন্ধুদের নিয়ে স্ত্রীকে আনতে গিয়ে ধাওয়া খেলেন যুবক, ‘ডাকাত সন্দেহে’ পিটুনি

লক্ষ্মীপুরের কমলনগরে তিন বন্ধুকে নিয়ে নিজ স্ত্রীকে উঠিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন হেলাল উদ্দিন নামে এক যুবক। এ সময় এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যান তিনি। তবে ধরা পড়ে যান তার তিন সঙ্গী। তাদের ডাকাত সন্দেহে দিয়ে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তিনজন হলেন– একই ইউনিয়নের শহীদনগরের মো. মাইনউদ্দিন (২১), মো. ফরহাদ (১৯) ও ফারুক হোসেন সুকু (১৮)। তারা তিনজনই পাশাপাশি বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রগুলো জানায়, হেলাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে তার স্ত্রীর কলহ চলছিল। তাই ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। রোববার সন্ধ্যায় তিনি ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত আত্মীয় রফিক মিকারের বাড়িতে বেড়াতে যান। খবর পেয়ে রাতে সেখানে যান স্বামী হেলাল। তিনি বন্ধুদের নিয়ে রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় হেলালের স্ত্রী চিৎকার শুরু করলে মুহূর্তেই ‘ডাকাত পড়েছে’ বলে চারদিকে চিৎকার শুরু হয়। একপর্যায়ে মসজিদের মাইকেও এ বিষয়ে ঘোষণা দেন মুয়াজ্জিন। আশপাশের লোকজন ছুটে এলে স্বামী হেলাল উদ্দিন দৌড়ে পালিয়ে যান। তবে তার তিন বন্ধুকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা।

আটক তরুণদের একজন মো. মাইনউদ্দিনের ভাষ্য, তারা শহীদনগরের পাশাপাশি বাড়ির বাসিন্দা। হেলাল তাদের বন্ধু। স্ত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে নেওয়ার জন্য এসেছিলেন হেলাল। বন্ধু হিসেবে তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন, তাকে (হেলালের স্ত্রী) সুপারিশ করার জন্য। কিন্তু বন্ধুর স্ত্রী বিষয়টি সহজে না নিয়ে ডাকাত বলে চিৎকার দেন। তাই গ্রামবাসী তাদের ডাকাত ভেবে আটক করে পিটুনি দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামের ভাষ্য, সংবাদ পেয়ে আটক তরুণদের উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার দুপুরে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

১৫ পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ’র ইবাদতই না করি’ স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মুফতি মুহিব্বুল্লাহ অপহরণের নাটক নিজেই সাজিয়েছেন: পুলিশ

বন্ধুদের নিয়ে স্ত্রীকে আনতে গিয়ে ধাওয়া খেলেন যুবক, ‘ডাকাত সন্দেহে’ পিটুনি

বরিশালে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

উখিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।