সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটা হাটবাটি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটা হাটবাটি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা যায়,গতকাল রবিবার হাটবাটি গ্রামে প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে আসে তার শালী পুতুল রানী। রাতে তারা খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী স্থানীয় বিজয় গাইন বলেন, রাত তখন আনুঃ তিনটা বাজে,তখন প্রকাশ ও তার স্ত্রী দিপিকা মিস্ত্রি একটি ঘেরের মধ্য দিয়ে দৌড়ে এসে আমার বাড়িতে আসে। এসেই তারা আত্মচিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও বলে। তখন আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি প্রকাশ ও তার স্ত্রীর আমার উঠানে দাঁড়ানো। তাদের সারা শরীরের রক্তে ভিজে যাচ্ছে। তাদের দুজনের মাথায় হাতে বিভিন্ন স্থানে রক্ত লাগানো। তখন আমি কারণ জানতে চাইলে প্রকাশ বলে, আমাদের বাড়িতে কারা এসে আমাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমার শালিকেও ঘরের ভিতর থেকে ধরে নিয়ে গেছে। তাকেও অস্ত্র দিয়ে কুপাচ্ছে। পরে স্থানীয়রা প্রকাশ ও তার স্ত্রীকে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থা দেখে খুলনা মেডিল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন তাদের।

রক্তাক্ত জখম আহত প্রকাশের নিকট জানতে চাইলে তিনি বলেন,গভীর রাতে কে বা কারা অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারপর তারা অস্ত্র দিয়ে আমাদের তিনজনকে কোপাতে থাকে। একপর্যায়ে আমি ও আমার স্ত্রী দৌড়েপালিয়ে পাশের বাড়িতে আসি। এবং আমার শালি পুতুলকে তারা টেনে-হিঁচড়ে ঘরের ভেতর থেকে বের করে বাগানের ভেতর নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলতে পারি না।

এঘটনায় বটিয়াঘাটা থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে পুতুলের লাশ উদ্ধার করেছে। সংবাদ শুনে ঘটনাস্থলে আসেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ সার্কেল) মোঃ রাশেদ হাসান। তিনি বলেন,তদন্ত চলছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় ফুল হাতে নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী

খুলনায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট

ডুমুরিয়ায় নারী ও স্বাস্থ্যকর্মীদের সমাবেশ

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, তদন্ত কমিটি

ডুমুরিয়ায় মোটর সাইকেলে ধক্কায় মৎস্য চাষির মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।