সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি’ | চ্যানেল খুলনা

‘ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার।

হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ভিডিওগুলো ইতোমধ্যে পুলিশের হাতে এসেছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাচাই কার্যক্রম শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ডিএমপি কমিশনার আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জানুয়ারি মাসের ২১ বা ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচার শুরু হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ওই সময় থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। আগামী ৪০ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, কোনো প্রার্থীর জীবনের ঝুঁকি স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মাধ্যমে যাচাই করা হয়। ঝুঁকি নিশ্চিত হলে তবেই গানম্যান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

রাজধানীতে ঘন ঘন অবরোধ ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাজ্জাত আলী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর ২০২৫ সালও নানা আন্দোলনে উত্তাল ছিল। বিভিন্ন দাবি-দাওয়ার নামে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুলত্রুটি থাকলে তা গণমাধ্যমে অবশ্যই তুলে ধরতে হবে। পুলিশের সঙ্গে গণমাধ্যমের একটি শক্তিশালী সেতুবন্ধ থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিএমপির ওসিদের রদবদল করা হয়েছে। এতে কিছু প্রশাসনিক ও কৌশলগত চ্যালেঞ্জ থাকলেও পুলিশ সদস্যরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে ঢাকা মহানগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

‘ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি’

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।