বাগেরহাটের ফকিরহাটে তিনদিনের ব্যবধানে তিনটি গোয়ালঘর থেকে সাড়ে ৫লক্ষ টাকা মূল্যের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা ও পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রাম থেকে এই চুরির ঘটনা ঘটে।
এঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগী লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের মরহুম হুরমোত আলী বিশ্বাসের পুত্র আবুল বাসার বিশ্বাস জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাত চোরেরা তার গোয়ালের তালা ভেঙ্গে বিদেশী জাতের ১টি গাভীন গাভী ও ১টি বাছুর চুরি করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
একই রাতে পাশর্^বতী বাড়ির মাজেদ মোড়লের পুত্র বসির মোড়লের গোয়ালঘর থেকে একই কায়দায় আরো দুটি গরু চুরি করে পালিয়ে যায়। যায় মূল্য প্রায় দেড়লক্ষ টাকা।
এছাড়া গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে টাউন নওয়াপাড়া (সাধুর সাধের বটতলা) গ্রামের জলিল মল্লিকের গোয়ালঘর থেকে ১টি গাভী ও ১টি বাছুর চুরি করে পালিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। একেরপর এক গোয়ালঘর হতে গরু চুরি হওয়ায় গরু খামারীদের মাঝে চোর আতংক বিরাজ করছে। অতিদ্রত এই সমস্ত গরু চোরদের আটক করে আইনের আওতায় আনার জন্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।