বাগেরহাটের ফকিরহাটের বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মুহাঃ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, সম্মানিত অতিথি ছিলেন, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও নোমান আল মেহেদী। সহকারী শিক্ষক মোঃ হয়দার আলী ও মোঃ সিরাজুল ঢালী’র যৌথ সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল গণি মোড়ল, বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেন, মোঃ আলীবুদ্দিন, ফকরুল আলম, আবুল হাসান, ইউপি মেম্বর কবির মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা কাজি মিরাজুল ইসলাম, নাজমুল হাসান, মেহেদী হাসান জনি, শ্রমিকদল নেতা মোহম্মদ আলী ও রোস্তম হাওলাদার প্রমুখ।