সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ | চ্যানেল খুলনা

প্রেসক্লাব এলাকা রণক্ষেত্র, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রতা ও বিভিন্ন সীমাবদ্ধতার প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করছিলেন।

বিক্ষোভকারীরা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। তখনই শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচ-ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ এখনো জাতীয় প্রেসক্লাব এলাকায় ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তারা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর কথা বললেও পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে ওঠে।

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুন ২০২৫ খ্রি., সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

আন্দোলনরত শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাচ্ছেন না। নতুন গণবিজ্ঞপ্তিতে বয়স ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে অনেকেই বাদ পড়ছেন। এ কারণে তারা গণবিজ্ঞপ্তির শর্ত শিথিল ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানাচ্ছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রস্তুত রয়েছে। তবে বিকেল পর্যন্ত আন্দোলনকারীরা সরে না গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও টানটান উত্তেজনা বিরাজ করছে প্রেসক্লাব এলাকায়।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

তফসিল ঘোষণার পর অনুমোদনহীন আন্দোলন-সমাবেশ না করার আহ্বান

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে নয়, কাল কাতার থেকেই আসছে এয়ার অ্যাম্বুলেন্স

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।