সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার | চ্যানেল খুলনা

প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার

রাজশাহী প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে তিন বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এর পর ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিয়ান শাফী আরিফ। গত ৩০ আগস্ট তারা ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও করে রাখা হয়।

র‌্যাব আরও জানায়, ধর্ষণের পর ওই তরুণীকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে, এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিএনপির শ্রমিক দলে পদ পেলেন আওয়ামী লীগের ৫ নেতা

৬ দিন পর জ্ঞান ফিরল সায়েমের, মামুনের মাথার খুলি এখনও ফ্রিজে

কৃষক আলুর দাম পাচ্ছে না, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জে নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতার লাশ মিলল নদীতে

মানিকগঞ্জে ভাঙা হাত-পা নিয়ে হাসপাতালের বেডেই বিয়ে সারলেন যুগল

স্বর্ণ ব্যবসায়ীদের টার্গেট, এরপর ডিবি পরিচয়ে ডাকাতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।