সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে কেকেবিএইউর স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্‌ছানউল্লা বিশ্ববিদ্যালয়-এর খুলনা-সাতক্ষীরা হাইওয়ে সড়ক সংলগ্ন কৈয়া বাজার সন্নিকটস্থ নির্ধারিত স্থায়ী ক্যাম্পাসের জমিতে বুধবার (১৭ সেপ্টেম্বর} বেলা সাড়ে ১১ টায় এক বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি, শেখপাড়া বাজার শাখার উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি একটি আম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরাজি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। আমাদের জীবন ধারণ ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য এবং বনায়নের মাধ্যমে জীব বৈচিত্র্য রক্ষা পায়। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সুরক্ষায় এই বনায়ন ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও বৃক্ষরোপনসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ গ্রহণের মাধ্যমে সবিশেষ অবদান রাখছে।

কেকেবিএইউ স্থায়ী ক্যাম্পাসে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক শেখপাড়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইমরুল ইসলাম ও কৈয়া বাজার শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মহসিন। এছাড়া ব্যাংকের সাপোর্ট ইঞ্জিনিয়ার ও সিনিয়র অফিসার সুমন সাহা, সিনিয়র অফিসার শেখ সোহেল রানা ও জুনিয়র অফিসার অসীম কর্মকার উপস্থিত ছিলেন। বৃক্ষরোপন কর্মসূচিতে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আম, জাম, পেয়ারা, চালতা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, বরই, আমলকি, দেবদারু, বহেরা, নিম, অর্জুন, লিচুসহ বিভিন্ন প্রজাতির চারা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দেলুটি পূর্বপাড়া কালিমাতা মন্দিরে জামায়াতের মতবিনিময়

মিজান একাডেমি’র এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওঃ ইউনুছ আহমদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনা বিএনপির শপথ: ‘জিয়ার আদর্শে গণতন্ত্র ফিরিয়ে আনব’

নির্বাচন ব্যাহত করার চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: বকুল

খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।